পেকুয়া উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় রাজুকে বিএনপি থেকে বহিষ্কার

পেকুয়া উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় রাজুকে বিএনপি থেকে বহিষ্কার
পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সদস্য শাফায়েত আজিজ রাজুকে বহিষ্কার করেছে বিএনপি।

দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে বলা হয়েছে, 'দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।'
শাফায়েত আজিজ রাজুকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীও।

তিনি বলেন, 'এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। সেই নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় আজ চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। '
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.